এক নজরে কাচিনা ইউনিয়ন
কালেরস্বাক্ষী বহনকারী ভালুকা উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো কাচিনাইউনিয়ন পূবদিকে এই ইউনিয়নের বেশির ভাগ এলাকা সমতল। কাল পরিক্রমায় আজ কাচিনা ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজওসমুজ্জ্বল।
ক) নাম – ৯নং কাচিনা ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ৫৮৮৪ (একর)
গ) লোকসংখ্যা – ২৫৮১২ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ৬ টি।
ঙ) মৌজার সংখ্যা – ৫ টি।
চ) হাট/বাজার সংখ্যা -৭ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
লোকেশন:
ঢাকাথেকে ময়মনসিংহ মহাসড়কের ভালুকা থেকে ১০কিলোমিটার দক্ষিন-পশ্চিমে এই ইউনিয়নের অবস্থান। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডষ্টোর বাজার হইতে পাকা রাস্তায় ৬কি:মি: পশ্চিম দিকে বাটাজোর বাজারে অবস্থিত ৯নং কাচিনাইউনিয়ন কায্যলয়।
জ)শিক্ষার হার – ৬৫%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৮টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০২টি,
উচ্চ বিদ্যালয়ঃ ৬টি,
মাদ্রাসা- ২টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –মোঃ খালেদুজ্জামান তালুকদার
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান নাই
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৫/১১/২০০৯ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ০৪/০৮/২০১১ইং
২) প্রথম সভার তারিখ – ০৭/০৮/২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০১৬ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
(১) কাচিনা
(২) বাটাজোর
(৩) তামাট
(৪) পালগাঁও
(৫) ঢাকুরিয়া
(৬) কাদিগড়
(৭) তালাব
(৮) হারিশ্বর
(৯) গিলাচালা
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৮ জন।
কৃষি বিষয়ক তথ্য:
মোট আবাদী জমি=৩৯৬৪ হেক্টর,
এক ফসিলী জমি=১৩৮০ হেক্টর,
দুই ফসিলী জমি=২৫৮৪ হেক্টর,
মোট অনাবাদী জমি=১৯২০হেক্টর,
প্রাধান ফসল: ধান,শাকসবজি।
গভীর নলকূপ: ২৪টি।
স্বাস্থ্য বিষয়ক তথ্য:
১) ইউনিয়নপরিবার পরিক্লপনা ও কল্যাণ কেন্দ্র: ০১টি,
(২) কমিনিউটি ক্লিনিক=০২
(৩)পুষ্টি কেন্দ্র=২০টি
(৪) নলকূপ=৫৬৮৯টি
(৫) স্যানিটেশন=৯৮.৯%
(৬) এনজিওস্বাস্থ্য সেবা কেন্দ্র= ০২টি
শিল্প কারখানা সংক্রান্ত তথ্য:
১) মাছের খাদ্যের তৈরীর মিল=০২টি
(২) এগ্রো ফার্ম=০২টি
(৩) স'মিল= ০৬ টি
(৪) রাইস মিল=১২টি।
উপকার ভোগী সংক্রান্ত তথ্য:
১)মুক্তিযোদ্ধার ভাতা: ২৩ জন।
(২) বয়স্ক ভাতা : ৪৮১ জন।
(৩) বিধবাভাতাভোগী : ১৫৭জন।
(৪) প্রতিবন্ধীর ভাতা : ৫৭জন।
(৫) ভিজিডি কার্ড: ১৭৫টি।
(৬) ভিজিএফ কার্ড : ১৯০০ জন
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS