Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কাদিগড় জাতীয় উদ্যোন
স্থান

কাচিনা ইউনিয়নের কাচিনা গ্রামের উত্তর এবং পালগাও গ্রামের পূর্ব দিকে এর অবস্থান।

কিভাবে যাওয়া যায়

সিডষ্টোর টু সখিপুর রাস্তার কাচিনা বাজার হইতে প্রায় ১ কিঃ মিঃ উত্তরে পালগাও চৌরাস্তার পাশে এই জাতীয় উদ্যোনটির অবস্থান। পাকা করাস্তা থাকায় রিকসা, সি এন জি, প্রাইভেট কার, এবং বাস যোগে এই উদ্যোনে যাওয়া আসা করা যায়।

যোগাযোগ

0

বিস্তারিত

প্রাচীনকাল থেকেই এই জাতীয় উদ্যোনটির জন্ম বলে জানা যায়। এখানে প্রতিদিন বহু লোক বেড়াতে আসে। উদ্যোনটি প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর যে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এখানে কয়েকটি বাঘ সহ অনেক হরিণ, বানর, হলুমান বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়।